AMIE তে ক্লাস ও পরীক্ষা হয় কিভাবে?

ক্লাস/ পড়াশোনা:
★AMIE এর জন্য কোনো Academic Class এর ব্যাবস্থা নেই। তবে IEB(AMIE) কর্তৃক কচিং করানো হয়। প্রতি Subject এর কচিং ফি ২২০০ টাকা করে। কেউ কচিং করলে এই ফি দিতে হবে। না করলে দিতে হবেনা।
★section-A তে একটি computer training কোর্স এর ব্যাবস্থা করা হয় (AMIE কর্তৃক)। সবাইকেই এই কোর্সে অংশ নিতে হবে। অংশ না নিলে section-B তে উত্তীর্ণ হওয়া যাবেনা।
★দেশের বিভিন্ন স্থানে AMIE এর কচিং সেন্টার রয়েছে, ভাল preparation এর জন্য অনেকেই কচিং করে থাকে।

পরীক্ষা পদ্ধতি: 
★সারা দেশে মোট ৪টি University তে পরীক্ষা নেয়া হয়। University গুলো হলো: BUET, CUET, KUET, RUET
★সবগুলো সেন্টারে একই প্রশ্নে, একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
★পরীক্ষার প্রশ্ন করে থাকে BUET

গোল্ড মেডেল:
★কোনো ছাত্র/ ছাত্রী section-A এবং section-B মিলিয়ে CGPA-3.80 বা তার বেশি পেলে রাষ্ট্রপতি কর্তৃক গোল্ড মেডেল প্রাপ্ত হবেন।
  

Next Post


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url