AMIE এর কোনো পরীক্ষার খাতা চ্যালেন্জ করতে কি করা লাগবে?
যারা পরীক্ষার খাতা চ্যালেন্জ করতে কত টাকা লাগবে?
প্রতি খাতার জন্য ১০০০ টাকা করে লাগবে। যদি ২টি খাতা চ্যালেন্জ করেন তাহলে ২ হাজার, তিনটা করলে ৩ হাজার......
কয়টা পরীক্ষার খাতা একসাথে চ্যালেন্জ করা যাবে?
আপনি যে কয়টা পরীক্ষায় অংশ নিবেন তার সবগুলোই চ্যালেন্জ করতে পারবেন।
খাতা চ্যালেন্জ কি অনলাইনে করা যাবে?
না, অনলাইনে চ্যালেন্স করার কোনো ব্যাবস্থা নেই। একটি দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্তের একটি নমুনা নিচে দেয়া হলো:
পরীক্ষার খাতা চ্যালেন্জ করলে কি রেসাল্ট পরিবর্তন হবার সম্ভাবনা আছে?
খাতা চ্যালেন্জ করে তেমন একটা লাভ হয়না। বেশির ভাগের ক্ষেত্রেই রেসাল্ট পরিবর্তন হয়না। তবে কারো পরীক্ষার খাতা যদি ভুল বসত মার্ক না দেয়া হয়ে থাকে তবে রেসাল্ট পরিবর্ত হবে। কিন্তু মার্ক কম পেয়েছেন বলে চ্যালেন্জ করে কিছু মার্ক বাড়িয়ে নেবেন এমনটি স্বাধারণত হতে দেখা যায়না। AMIE এর খাতা খুব ভালভাবেই দেখা হয়ে থাকে।
২২ টি বই কিনতে কত টাকা খরচ হয়?
সেমিস্টারে ৪টি পরীক্ষার মধ্যে কত দিন করে গ্যাপ থাকে যেহু আমরা চাকরিজীবী তাই ছুটির কথা মাথায় রাখতে হবে?
যেহেতু নির্দিষ্ট কোন প্রতিষ্ঠান নেই তাহলে প্রয়োজনীয় কাগজ পত্র কোথায় থেকে তুলব যেমন মার্কশীট।
AMIE এর জন্য সুনির্দিষ্ট কোনো বই নেই। তবে সিলেবাস এর উপর ভিত্তি করে অনেক রাইটারের নোট পাবেন। ২২টি বিষয়ের জন্য যদি পূর্ণাঙ্গ নোট সংগ্রহ করেন (ফটো কপি) তবে আনুমানিক ৫ থেকে ১০ হাজার টাকা খরচ হবে। লাইব্রেরি থেকে রেডিমেট বই আকারে থাকা নোট নিলে খরচ আরো বেশি হবে। তবে অনেক শিক্ষার্থী বিদেশী রাইটারদের বই কিনে থাকেন (নোট তৈরিতে যে বইগুলো ব্যাবহৃত হয়)। এক্ষেত্রে পূর্ণাঙ্গ সিলেবাসের জন্য ৫০ হাজারের উপর খরচ হবে (আনুমানিক)। যদিও সবগুলো বইয়ের তথ্য সঠিকভাবে আমার জানা নেই। তবে কিছু গুরুত্বপূর্ণ বই আছে যার মূল্য ১০ হাজারের উপর।