AMIE এর কোনো পরীক্ষার খাতা চ্যালেন্জ করতে কি করা লাগবে?

যারা পরীক্ষার খাতা চ্যালেন্জ করতে কত টাকা লাগবে?
প্রতি খাতার জন্য ১০০০ টাকা করে লাগবে। যদি ২টি খাতা চ্যালেন্জ করেন তাহলে ২ হাজার, তিনটা করলে ৩ হাজার......

কয়টা পরীক্ষার খাতা একসাথে চ্যালেন্জ করা যাবে?
আপনি যে কয়টা পরীক্ষায় অংশ নিবেন তার সবগুলোই চ্যালেন্জ করতে পারবেন। 

খাতা চ্যালেন্জ কি অনলাইনে করা যাবে?
না, অনলাইনে চ্যালেন্স করার কোনো ব্যাবস্থা নেই। একটি দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্তের একটি নমুনা নিচে দেয়া হলো:

পরীক্ষার খাতা চ্যালেন্জ করলে কি রেসাল্ট পরিবর্তন হবার সম্ভাবনা আছে?
খাতা চ্যালেন্জ করে তেমন একটা লাভ হয়না। বেশির ভাগের ক্ষেত্রেই রেসাল্ট পরিবর্তন হয়না। তবে কারো পরীক্ষার খাতা যদি ভুল বসত মার্ক না দেয়া হয়ে থাকে তবে রেসাল্ট পরিবর্ত হবে। কিন্তু মার্ক কম পেয়েছেন বলে চ্যালেন্জ করে কিছু মার্ক বাড়িয়ে নেবেন এমনটি স্বাধারণত হতে দেখা যায়না। AMIE এর খাতা খুব ভালভাবেই দেখা হয়ে থাকে।



Next Post


No Comment
Add Comment
comment url