AMIE কি? কোথায়? কাদের জন্য?
AMIE হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (IEB) পরিচালিত একটি পরীক্ষার নাম, যে পরীক্ষায় উত্তীর্ণ হলে, আইইবি-র এসোসিয়েট মেম্বারশিপ দেওয়া হয় এবং একই সাথে ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিটের সার্টিফিকেট দেওয়া হয়, যার মাধ্যমে আপনি নিজেকে একজন "প্রকৌশলী" হিসেবে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকেন । এএমআইই(section-A এবং section-B) পাশকে "বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমান" হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং যোগ্যতার সকল সরকারী চাকুরীসমূহে এএমআইই পাশ করা প্রকৌশলী আবেদনের সুযোগ পেয়ে থাকেন।
- AMIE তে কখন কোন বিষয়ে ভর্তি হওয়া যাবে?
- ভর্তি হতে কি কি লাগবে ও কি করতে হবে?
- AMIE তে পড়তে মোট কত খরচ লাগবে?
- AMIE তে ক্লাস ও পরীক্ষা হয় কিভাবে?
- AMIE থেকে BSC Engineer এবং বিভিন্ন University থেকে BSC Engineer হওয়ার মধ্য কি কোনো পার্থক্য আছে?
- AMIE থেকে BCS Cadre বা BSC পোস্টে Apply করা যাবে কি?
AMIE তে কখন কোন বিষয়ে ভর্তি হওয়া যাবে?
★ Science থেকে HSC পাশের পর ২ বছর যেকোনো Engineering sector এ জব করলে ভর্তি হতে পারবে।
- Electrical Engineering (B.Sc)
- Mechanical Engineering (B.Sc)
- Civil Engineering (B.Sc)
- Chemical Engineering (B.Sc)
★AMIE এর যেকোনো শাখায় ভর্তি হতে পারবেন। AMIE এর চারটি শাখা রয়েছে, যথা: ঢাকা শাখা, রাজশাহী শাখা, চট্রোগ্রাম শাখা এবং খুলনা শাখা।
★ ভর্তির পর শাখা পাল্টাতে চাইলে পাল্টানো যাবে।
★প্রতি সেমিস্টারে যদি ৪টি করে কোর্স/ সাবজেক্ট নেন এবং কোনো পরীক্ষায় যদি ড্রপ বা ফেইল না করেন তাহলে সর্বনিম্ন সাড়ে তিন বছর লাগবে। তবে যদি কোর্স বা সাবজেক্ট কম করে নেন তাহলে বেশি সময় লাগবে। (বি:দ্র: আপনি আপনার ইচ্ছা অনুযায়ী প্রতি পরীক্ষায় ১ থেকে ৪ টি সাব্জেক্ট নিতে পারবেন।)
AMIE তে ভর্তি হতে কি কি লাগবে ও কি করতে হবে?
★ পাসপোর্ট সাইজ ২ কপি ছবি
★S.S.C সর্টিফিকেটের সত্যায়িত ফটোকপি (আইইবি'র Member/Fellow দ্বারা)
★ডিপ্লোমা পাশের সর্টিফিকেট (আইইবি'র Member/Fellow দ্বারা সত্যায়িত)
★ডিপ্লোমা পাশের Grade Sheet/ Transcript (আইইবি'র Member/Fellow দ্বারা সত্যায়িত)
★ভর্তির ফরম পূরণ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বা পরিচিত ২ জন IEB সদস্যের Recommendation ( signature) নিতে হবে।
★মার্কেন্টাইল ব্যাংক এর যে কোন শাখায় আইইবি'র পে-স্লিপ ( Pay Slip) এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।
★টাকা জমা দেয়ার পর IEB এর যে শাখায় ভর্তি হতে চান, সে শাখায় উপরোক্ত document ও Pay Slip এর কপি আবেদন পত্রের সাথে যুক্ত করে জমা দিতে হবে।
AMIE তে পড়তে মোট কত খরচ লাগবে?
★বার্ষিক চাঁদা- ১,০০০/- টাকা
★বার্ষিক ছাত্রকল্যাণ তহবিল ফি-৫০/- টাকা
সর্বোমোট ৮৫৫০/- (আট হাজার পাঁচশত পঞ্চাশ টাকা)
আইইবি'র পে-স্লিপ ( Pay Slip) এর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক এর যে কোন শাখায় টাকা জমা দিয়ে আইইবি'র যে কোন কেন্দ্র ভর্তি হওয়া যাবে।
আরো পড়ুন....
section-A তে subject ১১টি এবং section-B তে subject ১১টি। তাহলে মোট ফি (১২০০*২২)=২৬,৪০০ টাকা
প্রতি semester এ আপনি সর্বোচ্চ চারটি subject এ পরীক্ষা দিতে পারবেন (বছরে ২ সেমিস্টার)। অর্থাৎ আপনার সর্বোনিম্ন সময় লাগবে ৩.৫ বছর। তাহলে মোট বার্ষিক চাদা দিতে হবে= ৩,০০০ টাকা। ( ১ম বছরের চাদা ভর্তির সময় নিয়ে নিয়েছে)
★ বার্ষিক ছাত্রকল্যাণ তহবিল ফি-৫০। ভর্তি পরবর্তী ৩ বছরের ফি= ১৫০ টাকা
★ প্রতি semester এ গ্রেটশিট ফি= ৫০০ টাকা। তাহলে ৭ semester এর মোট ফি= ৩,৫০০ টাকা।
★ID card ফি= ১০০ টাকা (প্রথমবার)
★যদি আপনি প্রতি সেমিস্টারে কম কোরে subject নেন তবে আপনার সময় বেশি লাগবে। এতে semester ফি এবং বার্ষিক চাদার পরিমাণ বাড়বে।
★অতএব ৩.৫ বছরের মধ্যে complete করতে পারলে মোট খরচ পরবে = (৮,৫৫০+ ২৬,৪০০+ ৩,০০০+ ১৫০+ ৩,৫০০+ ১০০) = ৪১,৭০০ টাকা। বই, খাতা, কচিং ফি(যদি আপনি করেন) ইত্যাদি ব্যাক্তিগত খরচ আপনার উপর নির্ভর করবে।
AMIE তে ক্লাস ও পরীক্ষা হয় কিভাবে?
★section-A তে একটি কম্পিউটার ট্রেনিং কোর্স এর ব্যাবস্থা করা হয় (AMIE কর্তৃক)। এই কোর্সে সবাইকেই বাধ্যতামূলকভাবে অংশ নিতে হবে। অংশ না নিলে section-B তে উত্তীর্ণ হওয়া যাবেনা।
★দেশের বিভিন্ন স্থানে AMIE এর কচিং সেন্টার রয়েছে, ভাল প্রিপারেশনের এর জন্য অনেকেই কচিং করে থাকে।
★একই প্রশ্নে, একই সময়ে সবগুলো সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
★পরীক্ষার প্রশ্ন BUET থেকে করা হয়।
AMIE থেকে BSC Engineer এবং বিভিন্ন University থেকে BSC Engineer হওয়ার মধ্যে পার্থক্য:
বিভিন্ন University থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ার এবং AMIE থেকে ইঞ্জিনিয়ার হওয়ার মধ্য বেশ কিছু দৃশ্যমান পার্থক্য রয়েছে। নিচে পার্থক্য তুলে ধরা হলো:
★শাহজালাল বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এর IEB অনুমদন না থাকায় BSC Engineering করার পরেও নামের পূর্বে Engineer পদবি বসাতে পারেনা। অথচ AMIE থেকে BSC করলে নামের পূর্বে Engineer পদবি বসাতে পারে।
আরো পড়ুন.....★সকল University এর সকল ডিপার্টমেন্টে ক্রেডিট সিস্টেম রয়েছে। কিন্তু AMIE এর কোনো ক্রেডিট সিস্টেম নেই।
★কোথায় পড়েন? প্রশ্নের উত্তরে সবাই ভার্সিটির নাম বলে। আর আমরা বলি AMIE তে পরি। এখানে উল্লেখ্য যে, AMIE বা IEB কোনো ভার্সিটি নয়, AMIE একটি পরীক্ষার নাম আর IEB একটি সংস্থার নাম।
আরো পড়ুন....★কেউ পাবলিক এ পড়ে আবার কেউ প্রাইভেট এ পড়ে। আপনি কিসে পড়েন? এই প্রশ্নের উত্তর হলো: যদি IEB এর অধীনে AMIE করেন তবে উত্তর হবে, "পাবলিকে পড়ি" । আর যদি কোনো প্রাইভেট ভার্সিটির আন্ডারে AMIE করেন তবে উত্তর হবে প্রাইভেট এ পড়ি।
বি.দ্র. AMIE থেকে সেকশন-এ এবং সেকশন-বি সম্পন্ন করার পর প্রাপ্ত Certificate এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত বি.এস.সি ইঞ্জিনিয়ারিং Certificate এর মান সমান।
AMIE থেকে BCS Cadre বা B.Sc পোস্টে Apply করা যাবে কি?
— এটাএকটা কমন প্রশ্ন, প্রায়ই দেখা যায় শিক্ষার্থীরা এই প্রশ্নটি করে থাকেন। উত্তরটাও কমন: হ্যা অবশ্যই বি.সি.এস পরীক্ষা দিতে পারবেন।
★ টেকনিক্যাল/ প্রফেশনাল ক্যাডার পোষ্টে পরীক্ষা দেয়া যাবে। যেমন: সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়লে সিভিল ডিপার্টমেন্টের পোস্টগুলোতে অনুরুপ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়লে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পোস্টগুলোতে আবেদন করতে পারবেন।
★প্রশাসন, পুলিশ, আনসার, পররাষ্ট্রসহ সাধারণ ক্যাডারের সবগুলোতেই আবেদন করতে পারবেন।
★বিসিএস এ অংশগ্রহণ করতে হলে AMIE এর AওB section পাশ করতে হবে।
★উদাহরণস্বরূপ 41th BCS Circular টা দেখুন
★যেকোনো বেসরকারী প্রতিষ্ঠানেও AMIE স্টুডেন্টদের বি.এস.সি ইঞ্জিনিয়ারিং সমমানের পদে নিয়োগ দিতে বাধ্য থাকবেন।
আরো পড়ুন....
AMIE te porle Engineer lekha jabe na hoi lekha jabe na. ata gov. er kon gaget lekha hoichhe.bolben ki?pls reference ta dile onek upokito hotam....
AMIE তে পড়লে ইঞ্জিনিয়ার লেখা যাবে কি যাবেনা, এ বিষয়ে আজ পর্যন্ত কোনো সরকারি গেজেট প্রকাশ হয়নি। বাংলাদেশে নামের আগে ইঞ্জিনিয়ার পদবি যুক্ত করার জন্য IEB এর নিবন্ধন থাকতে হয়। যদি কেউ AMIE কম্প্লিট করে অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে BSC পড়ে, তাহলে IEB এর নিবন্ধনের জন্য আবেদন করা যায়। আর এভাবেই AMIE থেকে পাশ করে ইঞ্জিনিয়ার লেখা যায়।
AMIE তে এখন ( সেপ্টেম্বর মাসে) ভর্তি হওয়া যাবে?
জ্বি, চলতি বছরের সেপ্টেম্বরেই ভর্তি হতে পারবেন।
ভর্তির সুযোগ আছে কি?
প্রতি বছর ফেব্রয়ারি আর আগস্ট মাসে ভর্তি হওয়া যায়
যে কোনো মাসেই কি AMIE তে ভর্তি হওয়া যাবে
এখানের কোর্স কারিকুলাম সম্পর্কে জানতে চাই। আমি মেকানিক্যাল এ B.sc করতে চাই, আমি অটোমোবাইল থেকে ডিপ্লোমা করছি।
আমার প্রশ্ন হলো amie কী বুয়েটে এর কারিকুলাম ফলো করে। মানে বুয়েটের সিলেবাস ফলো করে??
মানে বুয়েটে যেসকল বই পড়ানো হয় amie তেও কি সেম বই পড়ানো হয়???
AMIE পরিচালিত হয় তার নিজস্ব সিলেবাসে, এখানে বুয়েটের সিলেবাস ফলো করা হয়না। তবে AMIE তে যে সিলেবাস ফলো করা হয় তা বুয়েটের কারিকুলামের সাথে অনেকটাই মিল রয়েছে। তবে কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়।
................
AMIE এর জন্য নির্দিষ্ট কোনো প্রকাশনী বা বই নেই। সিলেবাস বা কোর্স অনুসারে বুয়েটের বা অন্য যে কোনো বই ফলো করা যেতে পারে। তবে অধিকাংশ শিক্ষার্থী সিলেবাস ভিত্তিক নোট সংগ্রহ করে থাকেন।
Your information is Very helpful to others.
Thank You.
Private university theke bsc in civil engg complete kore ni ieb er jonno ki apply korte parbo.
IEB এর অনুমোদিত কোনো প্রাইভেট ভার্সিটি + অনুমোদিত ডিপার্টমেন্ট থেকে যদি BSC করেন, তাহলে IEB এর মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবেন।
Decesemver mase vorti ki houya jbe 2023 sale hse pass
ডিসেম্বরে ভর্তি হওয়া যাবেনা। ভর্তির সময় ফেব্রুয়ারি এবং অক্টোবর মাস।
AMIEতে BSC করে MSCকরা যাবে কি
যাবে। সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় + বিদেশেও অন্য সকল সাধারণ ইজ্ঞিনিয়ারিং শিক্ষার্থীর ন্যায় AMIE সমপন্নকারী শিক্ষার্থীরাও সুযোগ পেয়ে থাকেন।
Diploma te CGPA 2.91 pele admission newar jabe Ki IEB te? Please janaben
ডিপ্লোমাতে CGPA 2.91 পেলে AMIE, IEB তে ভর্তি হওয়া যাবেনা। কমপক্ষে ৩.০০ পেতে হবে।
কোচিং ফি কি মাসিক ? নাকি সেমিস্টার হিসেবে নেওয়া হয়?
IEB এর কোচিং ফি কোর্স হিসেবে। আপনি যে কয়টি সাবজেক্টে কচিং করতে চান সে কয়টির জন্য ফি দিতে হয়। ফি দেওয়ার আগে আপনি দেখে নিতে পারবেন কোন কোন সাবজেক্টের ক্লাস কয়টায়। তারপর প্রতি সাবজেক্টের জন্য ২২০০ টাকা করে ফি জমা দিতে হবে। চাইলে ১টি সাবজেক্টের বা একাধিক সাবজেক্টের ফি দিয়ে ক্লাস করতে পারবেন।
কোচিংএ ২২০০ টাকা কি প্রতি মাসে নেয়া হয় নাকি প্রতি সেমিষ্টারে একটি সাবজেক্টের জন্য ২২০০ টাকা নেয়া হয়।
প্রতি সেমিষ্টারে একটি সাবজেক্টের জন্য ২২০০ টাকা নেয়া হয়।
স্যার কেন্দ্রীয় কোচিং সিস্টেম বলতে কি বুঝাচ্ছেন?. এই কোচিং কাদের নিয়ন্ত্রণে
BSC করে কি AMIE পরিক্ষা দিতর পারব? তারপর কি নামের আগে Engineer লিখা যাবে?
জ্বি পারবেন।
প্রাইভেট থেকে বিএসসি করে AMIE তে আবেদন করা যায় কিভাবে??
প্রাইভেট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর AMIE তে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ AMIE সম্পন্ন করলে বিএসসির সমমান হবেন, অথচ বিএসসিতো করেই ফেলেছেন। তারপরো যদি ভর্তি হতে চান তাহলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে অন্যান্য শিক্ষার্থীর ন্যায় ভর্তি আবেদন করবেন। এক্ষেত্রে যদি আপনি পূর্বে ডিপ্লোমা করে থাকেন তবে ডিপ্লোমার সার্টিফিকেট ব্যাবহার করে ভর্তি আবেদন করতে পারবেন। আবার বিএসসির টাও ব্যাবহার করতে পারবেন [যদি ডিপ্লোমা না করে থাকেন]।
IEB কোচিং এর কোর্স টা কি অফলাইন না অনলাইন?
IEB কোচিং এর কোর্স অফলাইন হয়ে থাকে।
Where AMIE choching center place?
AMIE te mot khoros khoto
AMIE এর একাডেমিক + পরীক্ষার ফি বাবদ মূর খরচ প্রায় ৩০ হাজার টাকা। বই/ নোট/ কচিং প্রভৃতির খরচ কত হবে তা নির্ভর করবে আপনার খরচের পরিমাণের উপর।
আমি কুয়েটে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) এ বিএসসি করছি । এটি সিভিল ফ্যাকালটির আন্ডারে । এখান থেকে সরাসরি বিসিএস সিভিল ডিপার্টমেন্ট এ যাওয়া যাবে নাকি আমাকে AMIE থেকে সিভিল ডিগ্রি নিতে হবে ?
বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) থেকে পাশ করা শিক্ষার্থীদের যদি সিভিল ডিপার্টমেন্টের বিষয় কোড ব্যাবহারের অনুমোদন বা অনুমতি দেওয়া হয়ে থাকে তবে বিসিএস সিভিল ডিপার্টমেন্ট এর সকল টেকনিক্যাল পদেই আবেদন করতে পারবেন।
BECM এর শিক্ষার্থীদের জন্য উক্ত অনুমোদন রয়েছে কিনা সঠিক বলতে পারছিনা এ বিষয়ে আপনার ডিপার্টমেন্ট এর তথ্য সহায়তা ডেক্সে কথা বলুন। আর যদি তা না হয়, তবে AMIE থেকে সিভিল ডিগ্রি নিতে হবে।
এক্সপেরিয়েন্স ছাড়া কোনো উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র কি AMIE তে বিএসসি করতে পারবে?????
না, এক্সপেরিয়েন্স এর যথাযথ সত্যায়িত সনদ লাগবে।
কোন সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে প্রাপ্ত অভিজ্ঞতার সনদ কি গ্রহণযোগ্য হবে? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাই!!!
জ্বি, সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে প্রাপ্ত অভিজ্ঞতার সনদ গ্রহণযোগ্য হবে।
amie te study kora obosthay ki kono vabe kotho credit transfer kora jabe
AMIE তে কোনো ক্রেডিড সিস্টম নেই, যেকারণে ক্রেডিট ট্রান্সফারের কোনো সুযোগও নেই।
গাজীপুর কোচিং থেকে কি ভর্তি হওয়ার অনুমতি আছে,তারা বলছে এখান থেকে ভর্তি হলেই হবে ব্যাপার টা একটু বুঝাই বলবেন?
গাজীপুর বা দেশের কোনো কোচিং থেকেই ভর্তির সুযোগ নেই। তবে কচিং কর্তৃপক্ষ বা অন্য যে কেউ আপনার যাবতীয় ডকুমেন্টস প্রস্তুত করে যদি IEB তে জমা দেয় সঠিকভাবে। তাহলে ভর্তি হতে পারবেন কোনো সমস্যা হবেনা। তবে যদি পরামর্শ চান তাহলে বলবো, নিজের ডকুমেন্টস নিজে জমা দিন, ঝুঁকিমুক্ত থাকুন।
ঢাকা বা চট্টগ্রাম শাখা এ ভর্তি হতে চাইলে কখন, কোথায় কার সাথে ,কোন মাধ্যমে যোগাযোগ করতে হবে, এবং যোগাযোগ ব্যবস্থাটা একটু জানাবেন দয়া করে
IEB এর ঢাকা অথবা চট্রগ্রাম শাখায় ফেব্রুয়ারি অথবা সেপ্টেম্বর মাসে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করবেন এবং ডকুমেন্টস ও ভর্তি ফি পরিশোধ করে একই দিনে ভর্তি সম্পন্ন করতে পারবেন।
IEBএর ঢাকা শাখাটি কোথাই
IEB এর ঢাকা শাখাটি ঢাকার রমনায় অবস্থিত। গুগল ম্যাপে সার্স করলে সঠিক লোকেশন দেখতে পাবেন।
B. Sc. Technical Education from TTTC under Dhaka University passed
how to member
IEB membership available only for IEB Accredited Programs. B. Sc. programs under TTTC not Accredited and you are not eligable for IEB membership.
স্টাডি গ্যাপ থাকলে ভর্তি হওয়া যাবে কী??
আমি ২০২০ এ ডিপ্লোমা করে বের হইছি।
জ্বি ভর্তি হওয়া যাবে। এক্ষেত্রে স্টাডি গ্যাপ কোনো ফ্যাক্ট নয়। যেকোনো সেশনের শিক্ষার্থীরা ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
ONLINE বা মোবাইলে যোগাযোগ করার ব্যবস্থা আছে
জ্বি, IEB এর হটলাইনে (অফিসটাইমে) যোগাযোগ করতে পারবেন এবং যেকোনো বিষয়ে স্পস্ট তথ্য পেতে পারবেন।
আমি (CMT) কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করছি! আমি কোন বিষয় নিবো? CSE কি নেই? CSE তে পড়ার কোন সুযোগ আছে কি?
আপনি যে সাবজেক্টেই ডিপ্লোমা করে থাকেননা কেন, AMIE থেকে EEE, CSE বা যেকোনোটি বেছে নিতে পারবেন। বি:দ্র: ভর্তির সময় কোনো সাবজেক্ট চয়েজ দিতে হয়না। ভর্তির পর আপনি যে বিষয়/ কোর্সগুলো বেছে নেবেন তার উপর নির্ভর করবে আপনি EEE, CSE বা অন্য কোনটিতে AMIE সমপন্ন করবেন।
That's mean AMIE has CSE department
এখানে সিট সংখ্যা কি সীমাবদ্ধতা আছে?
না, কোনো সিট সিমাবদ্ধতা নেই।
Exam day ki friday ta hoy and IEB er coaching center a coaching na kora another kono coaching center a coaching korla ki hoba ? practical knowledge ki vaba hoba. thank you.
Exam Date শুক্রবার পড়বে কিনা নিশ্চতভাবে বলা সম্ভব নয়। আপনার ২য় প্রশ্ন: IEB এর বাইরে কোনো কোচিং করা যাবে কিনা.... হ্যা নিশ্চয়, আপনার ইচ্ছা হলে যেকোনো কচিংয়ে পড়তে পাড়েন আবার চাইলে কচিং না করেও পরীক্ষা দিতে পারবেন। আপনার ৩য় প্রশ্নের উত্তর: প্রাক্টিক্যাল জ্ঞান নিজ উদ্দোগে অর্জন করতে হবে। সেটা জবের মধ্য দিয়ে বা অন্য কোনো মাধ্যমে।
Ekhane vorti hote hole ki pasapasi onno kno job kra jabe...
জ্বি জবের পাশাপাশি AMIE করতে পারবেন।
ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি শেষ করার পরে কি ,,,AMIE তে CSE নিয়ে পড়ার সুযোগ আছে । আমি দেখছিলাম যে,,AMIE তে ৪টা ডিপার্টমেন্ট আছে, ১)ইলেকট্রিক্যাল, ২)সিভিল, ৩)মেকানিক্যাল, ৪) কেমিক্যাল ।
জ্বি, ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি শেষ করার পরে AMIE তে CSE নিয়ে পড়ার সুযোগ আছে।
ডিপ্লোমা করার পর cse পড়ার সুযোগ আছে???
জ্বি, ডিপ্লোমা পাশ করার পর CSE পড়ার সুযোগ রয়েছে।
Ami diploma architecture a korse akhn ami BSC krte chacche..architecture a ki AMIE te vorti howa jbe? Ba BSC jodi civil a korte chai thle ki architecture thke civil Department a jawar sujog ki ase?
AMIE- কোচিং কোনটা ভালো, নাম কি,লোকেশন? & কিভাবে অনলাইন নাকি অফলাইনে?
গাজীপুর ডুয়েটগেট সংলগ্ন বেশ কয়েকটি কোচিং রয়েছে, তাছাড়া ফার্মগেট এলাকা সহ সারাদেশে বেশ কিছু কোচিং সেন্টার রয়েছে, যারা সরাসরি এবং অনলাইনে ব্যাচ পড়িয়ে থাকে।
AMIE রেলাটেড বেশ কিছু ফেজবুক গ্রুপ রয়েছে সেখানে অভিজ্ঞদের / সিনিয়রদের পরামর্শে ঠিক করতে পারেন আপনার নিকটস্থ ভাল কোচিং কোনটি। সঙ্গত কারণে আমরা কোনো কোচিং সেন্টারের নাম উল্লেখ করছিনা।
Computer course koto maser ? R job kora obosthay kivabe korbe??
দুঃখিত, কম্পিউটার কোর্সের বিষয়ে তথ্য দিতে পারছিনা। AMIE নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন।
আস্সালামু আলাইকুম ভাইয়া। আমি বর্তমানে ডিপ্লোমা ৮ম সেমিস্টারে পড়াশুনা করছি।
আপনার পরামর্শ জানতে চাচ্ছি যে,
★আমার কী বিএসসি, EEE ডিপার্টমেন্ট এ, প্রাইভেট ইউনিভার্সিটিতে (IEB দ্বারা স্বীকৃিত) করা ঠিক হবে? নাকি AMIE তে করা ঠিক হবে? পরামর্শ চাওয়ার কারণ আপনি বললেন প্রাকটিক্যাল এর ব্যবস্থা AMIE তে নাই। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি তে আবার প্রাকটিক্যাল করার ব্যবস্থা আছে। ত আমি বুঝতেছি না কোনটি ভালো হবে?
ওয়ালাইকুমুস-সালাম, প্রাইভেট এ পড়লে আপনার পড়ালেখা সহজ হবে, তবে যদি চাকুরি করেন এবং ক্লাস করা সম্ভব হবেনা মনে করেন, তাহলে AMIE তে ভর্তি হতে পারেন। প্রাক্টিক্যাল কাজের হিসাব যদি করেন তাহলে অবশ্যই প্রাইভেটকে গুরুত্ব দিতে পারেন।
AMIE কাদের জন্য উত্তম??
বিশেষ করে যারা জব করছেন (সরকারি/ বেসরকারি) এবং প্রাইভেট এ পড়ার সময় নেই, মূলত তাদের জন্যেই AMIE উত্তম।
আমি যেকোন ইউনিভার্সিটি থেকে BSC করে IEB এর জন্য আপনার এই খানে exam দিয়ে ইন্জিনিয়ার লিখতে পারবো৷ আর সময় কেমন লাগবে ভিন্ন কোনো ইউনিভার্সিটি থেকে BSC করে IEB সনদ এর জন্য exam দিতে।
প্রতি টার্মে যদি ৪টি করে সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন তাহলে ৩ বছর সময় লাগবে। তবে ভিন্ন কোনো ইউনিভার্সিটি থেকে B.Sc করতে নূন্যতম ৪ বছর সময় লাগবে। তবে AMIE থেকে খুব কম সংখ্যক স্টুডেন্ট ৩ বছরের মধ্যে পাশ করে বের হতে পারেন। চাকরির প্রেশারের কারণে সময় বেশি লাগে।
আমি সার্ভেয়িং থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। আমি সিভিল থেকে বি এস সি করতে পারব কি না?? দয়া করে জানাবেন। ধন্যবাদ
জ্বি পারবেন। সার্ভেয়িং থেকে ডিপ্লোমা কমপ্লিট করে সিভিল এ AMIE [সিভিল বি এস সি সমমান] করতে পারবেন।
পরীক্ষা নেয় কোন মাসে ?
University ta kothy? Dhaka address jante chacci
The Institution of Engineers, Bangladesh (IEB), 1st Flor, Shaheed Prokaushali Bhaban, Headquarters, Dhaka 1000
Does AMIE has CSE department?
Yes, CSE Department Available.
Tader website a to cse department nai
CSE ডিপার্টমেন্ট রয়েছে, পূর্ববর্তী যেকোনো ভর্তি বিজ্ঞপ্তি বা নোটিশ দেখলে নিশ্চিত হতে পারবেন (IEB এর নোটিশ বোর্ডে পাবেন)।
Vai Ami SSC (VOC) Gpa 3.86 & HSC(VOC) 3.65 theka pass korsi Ami ki AMIE ta vorti hote parbo
জ্বি পারবেন, তবে আপনি যেহেতু HSC পাশ করেছেন একারণে নূন্যতম ২ বছরের টেকনিক্যাল / ইন্ডাস্ট্রিয়াল রেলাটেড জব এক্সপেরিয়েন্স থাকতে হবে।
IEB er Central coaching a ki IEB te giye vorti howa jabe.. Jokhn ami amar admission nite jaabo?
হ্যা ভর্তি হতে পারবেন, এডমিশন নেয়ার সময়।
ডিপ্লোমা সম্পন্ন করে সরকারি জবের পাশাপাশি AMIE তে বি এস সি করা যাবে কি?
ডিপ্লোমা সম্পন্ন করে সরকারি জবের পাশাপাশি অনেকেই AMIE করে থাকেন। এজন্য কোনো সমস্যা হয়না।
Ami to late study korteci.diploma 7th semester a asi.akn diploma ses korar por ki amie te admission neta parbo?(ssc2005.buisness studies cilo amr.akn private teke diploma korteci.
হ্যা আপনি এডমিশন নিতে পারবেন। আপনি ২০০৫ সালে বা তার আগেও যদি SSC পাশ করে থাকেন তারপরো ভর্তির সুযোগ পাবেন। কারণ AMIE তে ভর্তির জন্য নির্দিষ্ট বয়সসীমা নেই।
Jara Diploma Engineering computer science niye koreche & web design & development niye industrial training koreche tara ki eikhane sujog pabe
জ্বি সুযোগ পাবেন। আপনি যেকোনো ডিপার্টমেন্ট বা টেকনোলজি থেকে ডিপ্লোমা করে এবং যেকোনো টপিক বা বিষয়ে ইন্ডাসট্রিয়াল ট্রেনিং করে AMIE তে ভর্তির সুযোগ পাবেন এবং ইচ্ছামতো যে কোন বিষয় বেছে নিতে পারবেন।
1। IEB এর উপকেন্দ্র হতে উক্ত BSC নিয়ে কী কোন সুবিধা পাবো ?
2। AMIE করলে কী IEB পার্টনারশিপ এর জন্যে কিছু করা লাগে ?
IEB এর উপকেন্দ্রগুলো থেকে বিভিন্ন সেবা ও তথ্য পাবেন, যেমনটি মূল কেন্দ্রগুলো থেকে পাওয়া যায়।
AMIE করার পর IEB মেম্বারশিপের জন্য আবেদন করতে হয়। এজন্য নির্দিষ্ট ফ্রম পূরণ করে জমা দিতে হবে।
Diploma Engineering computer science niye korci ekon AMIE te CSE subject pabo?
ডিপ্লোমা কম্পিউটার থেকে করে AMIE তে CSE করতে পারবেন। আবার CSE না করে EEE, ME, CE তেও AMIE করতে পারবেন।
If I get admitted into AMIE for Mechanical Engineering then what types of book should I buy for the selected Subjects?
আমি IEB তে ভর্তি হবো। এখন আমি কিভাবে ভর্তি হবো ?
আমার HSC point 4.92
HSC পাশের পর AMIE ভর্তি হতে চাইলে অন্তত দুই বছর ইজ্ঞিনিয়ারিং সেক্টরে জব করতে হবে। এরপর জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সো করে AMIE তে ভর্তি হতে পারবেন।
আমি একটি বেসরকারি পলিটেকনিক থেকে CGPA:2.93 নিয়ে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা শেষ করি ২০১৮ তে। পরে পয়েন্ট কম দেখে সব কিছু ছেড়ে দিছিলাম আর পড়াশুনা করবো না। কিন্তু এখন আমি আবার ভর্তি হতে চাই। সেক্ষেত্র আমি AMIE তে ইইই তে ভর্তি হতে পাড়বো কি?
না, CGPA: 2.93 নিয়ে AMIE তে ভর্তি হওয়া যাবেনা। ভর্তির জন্য নূন্যতম CGPA: 3.00 out of 4 থাকতে হবে।
Semester koi maser hoi?
Midterm hoi? Naki semester final?
বছরে দুই টার্মে পরীক্ষা হয়ে থাকে। কোনো বিষয়ে অকৃতকার্য হলে সে বিষয়ে পরবর্তী টার্মে পূণরায় পরীক্ষা দিতে হবে। তবে কোনো মিডটার্ম নেই। অনেকে এই দুই টার্মকে দুই সেমিস্টার বলে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে AMIE তে সেমিস্টার নেই। এখানে বছরে ২ টার্ম হিসেবে পরীক্ষা গ্রহণ হয়ে থাকে।
আমি ১৪ সালে সিভিল এ ডিপ্লোমা করেছি এখন কি AMIE থেকে CSE তে বিএসসি করতে পারব??? দয়া করে জানাবেন
জ্বি আপনি ২০১৪ সালে বা তারো আগে কেউ ডিপ্লোমা পাশ করে থাকলেও AMIE তে CSE বা অন্য যে কোনো বিষয় বেছে নিতে পারবেন।
ডিপ্লোমা ১০ম গ্রেডের চাকরিতে ডুকলে,বিএসসি করা থাকলে বা পরবর্তীতে বিএসসি করলে কিছু বছর পরেই তাদের প্রমোশন হয়,৯ম গ্রেডে আসা যায়,,,,
এখন AMIE থেকে কোর্স কমপ্লিট করলে কি বিএসসি ইন্জিনিয়ারদের মতো প্রমোশন হবে
হ্যা, AMIE ইন্জিনিয়ারদের প্রমোশন অন্যান্য সাধারণ বি.এস.সিদের মতোই হয়ে থাকে। উল্লেখ্য, ক্ষেত্রবিশেষে প্রাধান্য পেয়ে থাকেন AMIE হোল্ডার ইন্জিনিয়ারগণ।
Ami Diploma korechi Airframe Technology subject niye, ami ki AMIE te CSE nite parbo?
জ্বি আপনি CSE নিতে পারবেন, আবার EEE, ME, CE এর যেকোনোটিও নিতে পারবেন।
ডিপ্লোমা করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে,আমি কি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারব।
হ্যা, মেকানিক্য়াল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা করে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবেন।
Hsc science থেকে কম্পিলিট করার পর কি ভর্তি হওয়া যায়?
HSC সাইন্স থেকে কমপ্লিট করার পর আরো দুই বছর ইন্জিনিয়রিং সেক্টরে কর্ম বা চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।
Amie certificate diye ki higher study er jonno abroad apply kora jabe.
জ্বি, AMIE সার্টিফিকেট দিয়ে বাহিরের দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন।
Amie coaching class ki pre recorded?
Or live class hobe.
AMIE কোচিং ক্লাস Live Class হয়ে থাকে।
Direct Exam dewa jabe? BCZ already army sponsored university theke BSc koresi.
আসসালামু আলাইকুম ,, আমি কম্পিউটার টেকনোলজি থেকে ডিপ্লোমা পাস করেছি । এখন AMIE তে ভর্তি হতে চাচ্ছি RUET থেকে । ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটটি দিয়ে আমাকে হেল্প করবেন ।
Amie passed korar por somaboton onushthan ki hoi ? Hole sedin ke uposthith thaken ?
Amie ar computer course ti kivabe kothay Korte hoi ! Koto somoy lage?
রেজিষ্ট্রেশন এর মেয়াদ কত বছর?
Ami ekti public university er cse department er student but amr university ieb certified na. Ami ki Amie exam dite parbo?
AMIE complete korar por masters er jonne ki Germany jaoya jabe.??