AMIE কি? কোথায়? কাদের জন্য?

AMIE কি?
AMIE = Associate Membership of the Institution of Engineers

AMIE হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (IEB) পরিচালিত একটি পরীক্ষার নাম, যে পরীক্ষায় উত্তীর্ণ হলে, আইইবি-র এসোসিয়েট মেম্বারশিপ দেওয়া হয় এবং একই সাথে ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিটের সার্টিফিকেট দেওয়া হয়, যার মাধ্যমে আপনি নিজেকে একজন "প্রকৌশলী" হিসেবে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকেন । এএমআইই(section-A এবং section-B) পাশকে "বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমান" হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং যোগ্যতার সকল সরকারী চাকুরীসমূহে এএমআইই পাশ করা প্রকৌশলী আবেদনের সুযোগ পেয়ে থাকেন।

AMIE তে কখন কোন বিষয়ে ভর্তি হওয়া যাবে?

কারা ভর্তি হতে পারবে?
★ Diploma in Engineering এর সকল ছাত্র-ছাত্রী। তবে diploma CGPA 3.00 থাকতে হবে।
★ Science থেকে HSC পাশের পর ২ বছর যেকোনো Engineering sector এ জব করলে ভর্তি হতে পারবে।

কোন কোন বিষয়ে AMIE করা যায়?
AMIE তে নিচের চারটি ডিপার্টমেন্টের যেকোনোটিতে ভর্তি হতে পারবেন। আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং  যেই টেকনলজিতে পড়বেন তার উপর নির্ভর করবে AMIE তে কোন বিষয়ে পড়তে পারবেন।
    1. Electrical Engineering (B.Sc)
    2. Mechanical Engineering (B.Sc)
    3. Civil Engineering (B.Sc)
    4. Chemical Engineering (B.Sc)
আরো পড়ুন....
কখন/ কিভাবে ভর্তি হতে পারবো?
★ AMIE তে প্রতি বছর ফেব্রুয়ারি এবং আগস্ট মাসে ভর্তি করে।
★AMIE এর যেকোনো শাখায় ভর্তি হতে পারবেন। AMIE এর চারটি শাখা রয়েছে, যথা: ঢাকা শাখা, রাজশাহী শাখা, চট্রোগ্রাম শাখা এবং খুলনা শাখা।
★ ভর্তির পর শাখা পাল্টাতে চাইলে পাল্টানো যাবে।

কতো দিন লাগবে AMIE (BSC) শেষ করতে?

★প্রতি সেমিস্টারে যদি ৪টি করে কোর্স/ সাবজেক্ট নেন এবং কোনো পরীক্ষায় যদি ড্রপ বা ফেইল না করেন তাহলে সর্বনিম্ন সাড়ে তিন বছর লাগবে। তবে যদি কোর্স বা সাবজেক্ট কম করে নেন তাহলে বেশি সময় লাগবে। (বি:দ্র: আপনি আপনার ইচ্ছা অনুযায়ী প্রতি পরীক্ষায় ১ থেকে ৪ টি সাব্জেক্ট নিতে পারবেন।)

AMIE তে ভর্তি হতে কি কি লাগবে ও কি করতে হবে?

ভর্তি হতে যা যা লাগবে:
★ ভর্তি ফি- (৭,৫০০/- , বার্ষিক চাঁদা- ১,০০০/- ও বার্ষিক ছাত্রকল্যাণ তহবিল ফি-৫০/-)= সর্বোমোট ৮৫৫০/-
★ পাসপোর্ট সাইজ ২ কপি ছবি
★S.S.C সর্টিফিকেটের সত্যায়িত ফটোকপি (আইইবি'র Member/Fellow দ্বারা)
★ডিপ্লোমা পাশের সর্টিফিকেট (আইইবি'র Member/Fellow দ্বারা সত্যায়িত)
★ডিপ্লোমা পাশের Grade Sheet/ Transcript (আইইবি'র Member/Fellow দ্বারা সত্যায়িত)

ভর্তি পক্রিয়া:
★ভর্তি ফরম এবং ফি জমা দেওয়ার জন্য আইইবি'র Website থেকে ভর্তি ফ্রম Download করে  নিতে হবে তবে সরাসরি IEB এর যেকোনো শাখা থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।
★ভর্তির ফরম পূরণ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বা পরিচিত ২ জন IEB সদস্যের Recommendation ( signature) নিতে হবে।
★মার্কেন্টাইল ব্যাংক এর যে কোন শাখায় আইইবি'র পে-স্লিপ ( Pay Slip) এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।
★টাকা জমা দেয়ার পর IEB এর যে শাখায় ভর্তি হতে চান, সে শাখায় উপরোক্ত document ও Pay Slip এর কপি আবেদন পত্রের সাথে যুক্ত করে জমা দিতে হবে।

AMIE তে পড়তে মোট কত খরচ লাগবে?

ভর্তির সময় লাগবে: (প্রথমবার)
★ভর্তি ফি- ৭,৫০০/- টাকা
★বার্ষিক চাঁদা- ১,০০০/- টাকা
★বার্ষিক ছাত্রকল্যাণ তহবিল ফি-৫০/- টাকা
সর্বোমোট ৮৫৫০/- (আট হাজার পাঁচশত পঞ্চাশ টাকা)
আইইবি'র পে-স্লিপ ( Pay Slip) এর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক এর যে কোন শাখায় টাকা জমা দিয়ে আইইবি'র যে কোন কেন্দ্র ভর্তি হওয়া যাবে।
আরো পড়ুন....
পরীক্ষার ফি:
★ প্রতি বিষয় (subject) এর জন্য = ১২০০ টাকা, যে সেমিস্টারে যে কয়টি সাবজেক্টে পরীক্ষা দিবেন সে হিসেবে প্রতি বিষয়ের জন্য ১২০০ টাকা করে ফি দিতে হবে।
section-A তে subject ১১টি এবং section-B তে subject ১১টি। তাহলে মোট ফি (১২০০*২২)=২৬,৪০০ টাকা

অন্যান্য ফি:
★ বার্ষিক চাদা= ১,০০০/= টাকা।
প্রতি semester এ আপনি সর্বোচ্চ চারটি subject এ পরীক্ষা দিতে পারবেন (বছরে ২ সেমিস্টার)। অর্থাৎ আপনার সর্বোনিম্ন সময় লাগবে ৩.৫ বছর। তাহলে মোট বার্ষিক চাদা দিতে হবে= ৩,০০০ টাকা। ( ১ম বছরের চাদা ভর্তির সময় নিয়ে নিয়েছে)
★ বার্ষিক ছাত্রকল্যাণ তহবিল ফি-৫০। ভর্তি পরবর্তী ৩ বছরের ফি= ১৫০ টাকা
★ প্রতি semester এ গ্রেটশিট ফি= ৫০০ টাকা। তাহলে ৭ semester এর মোট ফি= ৩,৫০০ টাকা।
★ID card ফি= ১০০ টাকা (প্রথমবার)

অতিরিক্ত ফি:
★ প্রতি সেমিস্টারের পরীক্ষার জন্য ফ্রমফিলাপ করতে হয়। ফ্রম ফিলাপ করতে দেরি করলে জরিমানা (লেট ফি)= ১০০০ টাকা।
★যদি আপনি প্রতি সেমিস্টারে কম কোরে subject নেন তবে আপনার সময় বেশি লাগবে। এতে semester ফি এবং বার্ষিক চাদার পরিমাণ বাড়বে।

★অতএব ৩.৫ বছরের মধ্যে complete করতে পারলে মোট খরচ পরবে = (৮,৫৫০+ ২৬,৪০০+ ৩,০০০+ ১৫০+ ৩,৫০০+ ১০০) = ৪১,৭০০ টাকা। বই, খাতা, কচিং ফি(যদি আপনি করেন) ইত্যাদি ব্যাক্তিগত খরচ আপনার উপর নির্ভর করবে।

AMIE তে ক্লাস ও পরীক্ষা হয় কিভাবে?

ক্লাস/ পড়াশোনা:
★AMIE তে কোনো একাডেমিক ক্লাসের ব্যাবস্থা নেই। তবে IEB(AMIE) কর্তৃক কচিং করানো হয়। প্রতি Subject এর কচিং ফি ২২০০ টাকা করে দিয়ে থাকে। আপনি যদি কচিং করন তাহলে এই ফি দিতে হবে, কচিং না করলে দিতে হবেনা।

★section-A তে একটি কম্পিউটার ট্রেনিং কোর্স এর ব্যাবস্থা করা হয় (AMIE কর্তৃক)। এই কোর্সে  সবাইকেই বাধ্যতামূলকভাবে অংশ নিতে হবে। অংশ না নিলে section-B তে উত্তীর্ণ হওয়া যাবেনা।
★দেশের বিভিন্ন স্থানে AMIE এর কচিং সেন্টার রয়েছে, ভাল প্রিপারেশনের এর জন্য অনেকেই কচিং করে থাকে।

পরীক্ষা পদ্ধতি: 
★মোট ৪টি ইউনিভার্সিটিতে পরীক্ষা নেয়া হয়। ভার্সিটিগুলো হলো: BUET, CUET, KUET, RUET
★একই প্রশ্নে, একই সময়ে সবগুলো সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
★পরীক্ষার প্রশ্ন BUET থেকে করা হয়।

গোল্ড মেডেল:
★ section-A এবং section-B মিলিয়ে CGPA-3.80 বা তার বেশি কোনো শিক্ষার্থী পেলে বাংলাদেশ সরকার প্রধান বা রাষ্ট্রপতি কর্তৃক গোল্ড মেডেল প্রাপ্ত হবেন।

AMIE থেকে BSC Engineer এবং বিভিন্ন University থেকে BSC Engineer হওয়ার মধ্যে পার্থক্য:

বিভিন্ন University থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ার এবং AMIE থেকে ইঞ্জিনিয়ার হওয়ার মধ্য বেশ কিছু দৃশ্যমান পার্থক্য রয়েছে। নিচে পার্থক্য তুলে ধরা হলো:

★শাহজালাল বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এর IEB অনুমদন না থাকায় BSC Engineering করার পরেও নামের পূর্বে Engineer পদবি বসাতে পারেনা। অথচ AMIE থেকে BSC করলে নামের পূর্বে Engineer পদবি বসাতে পারে।

আরো পড়ুন.....

★সকল University এর সকল ডিপার্টমেন্টে ক্রেডিট সিস্টেম রয়েছে। কিন্তু AMIE এর কোনো ক্রেডিট সিস্টেম নেই।

কোথায় পড়েন? প্রশ্নের উত্তরে সবাই ভার্সিটির নাম বলে। আর আমরা বলি AMIE তে পরি। এখানে উল্লেখ্য যে, AMIE বা IEB কোনো ভার্সিটি নয়, AMIE একটি পরীক্ষার নাম আর IEB একটি সংস্থার নাম।

আরো পড়ুন....

★কেউ পাবলিক এ পড়ে আবার কেউ প্রাইভেট এ পড়ে। আপনি কিসে পড়েন? এই প্রশ্নের উত্তর হলো: যদি IEB এর অধীনে AMIE করেন তবে উত্তর হবে, "পাবলিকে পড়ি" । আর যদি কোনো প্রাইভেট ভার্সিটির আন্ডারে AMIE করেন তবে উত্তর হবে প্রাইভেট এ পড়ি।

বি.দ্র. AMIE থেকে সেকশন-এ এবং সেকশন-বি সম্পন্ন করার পর প্রাপ্ত Certificate এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত বি.এস.সি ইঞ্জিনিয়ারিং Certificate এর মান সমান।

AMIE থেকে BCS Cadre বা B.Sc পোস্টে Apply করা যাবে কি?

AMIE থেকে BCS Cadre:
★AMIE থেকে BCS দেয়া যাবে কিনা?
— এটাএকটা কমন প্রশ্ন, প্রায়ই দেখা যায় শিক্ষার্থীরা এই প্রশ্নটি করে থাকেন। উত্তরটাও কমন: হ্যা অবশ্যই বি.সি.এস পরীক্ষা দিতে পারবেন।
★ টেকনিক্যাল/ প্রফেশনাল ক্যাডার পোষ্টে পরীক্ষা দেয়া যাবে। যেমন: সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়লে  সিভিল ডিপার্টমেন্টের পোস্টগুলোতে অনুরুপ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়লে  ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পোস্টগুলোতে আবেদন করতে পারবেন।
★প্রশাসন, পুলিশ, আনসার, পররাষ্ট্রসহ সাধারণ ক্যাডারের সবগুলোতেই আবেদন করতে পারবেন।
★বিসিএস এ অংশগ্রহণ করতে হলে AMIE এর AওB section পাশ করতে হবে।
★উদাহরণস্বরূপ 41th BCS Circular টা দেখুন


PDB/ REB/ PGCB/ NESCO/ DESCO...... এইসবে কি B.Sc পোষ্টে gbsin করা যাবে?
★ PDB/ REB/ PGCB/ NESCO/ DESCO/ PDB সহ সরকারী/ আধা-সরকারি/ শ্বায়িত্বস্বাশিত  সকল চাকরীতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং বা সমমানের পোস্টে আবেদন করা যাবে।
★যেকোনো বেসরকারী প্রতিষ্ঠানেও AMIE স্টুডেন্টদের বি.এস.সি ইঞ্জিনিয়ারিং সমমানের পদে নিয়োগ দিতে বাধ্য থাকবেন।
আরো পড়ুন....



Code: AM27


58 Comments
  • Anonymous
    Anonymous March 17, 2023 at 11:16 PM

    AMIE te porle Engineer lekha jabe na hoi lekha jabe na. ata gov. er kon gaget lekha hoichhe.bolben ki?pls reference ta dile onek upokito hotam....

    • Admin
      Admin May 20, 2023 at 12:32 PM

      AMIE তে পড়লে ইঞ্জিনিয়ার লেখা যাবে কি যাবেনা, এ বিষয়ে আজ পর্যন্ত কোনো সরকারি গেজেট প্রকাশ হয়নি। বাংলাদেশে নামের আগে ইঞ্জিনিয়ার পদবি যুক্ত করার জন্য IEB এর নিবন্ধন থাকতে হয়। যদি কেউ AMIE কম্প্লিট করে অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে BSC পড়ে, তাহলে IEB এর নিবন্ধনের জন্য আবেদন করা যায়। আর এভাবেই AMIE থেকে পাশ করে ইঞ্জিনিয়ার লেখা যায়।

    • Anonymous
      Anonymous September 10, 2023 at 11:25 PM

      AMIE তে এখন ( সেপ্টেম্বর মাসে) ভর্তি হওয়া যাবে?

    • Admin
      Admin September 13, 2023 at 9:41 PM

      জ্বি, চলতি বছরের সেপ্টেম্বরেই ভর্তি হতে পারবেন।

    • Anonymous
      Anonymous November 2, 2023 at 12:17 PM

      ভর্তির সুযোগ আছে কি?

  • Anonymous
    Anonymous April 9, 2023 at 1:46 AM

    Your information is Very helpful to others.

    • Admin
      Admin May 20, 2023 at 12:16 PM

      Thank You.

  • Anonymous
    Anonymous April 10, 2023 at 4:37 AM

    Private university theke bsc in civil engg complete kore ni ieb er jonno ki apply korte parbo.

    • Admin
      Admin May 20, 2023 at 12:15 PM

      IEB এর অনুমোদিত কোনো প্রাইভেট ভার্সিটি + অনুমোদিত ডিপার্টমেন্ট থেকে যদি BSC করেন, তাহলে IEB এর মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবেন।

  • Anonymous
    Anonymous June 10, 2023 at 11:42 PM

    AMIEতে BSC করে MSCকরা যাবে কি

    • Admin
      Admin June 11, 2023 at 6:15 PM

      যাবে। সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় + বিদেশেও অন্য সকল সাধারণ ইজ্ঞিনিয়ারিং শিক্ষার্থীর ন্যায় AMIE সমপন্নকারী শিক্ষার্থীরাও সুযোগ পেয়ে থাকেন।

  • Samira
    Samira June 15, 2023 at 8:11 AM

    Diploma te CGPA 2.91 pele admission newar jabe Ki IEB te? Please janaben

    • Admin
      Admin June 15, 2023 at 9:56 AM

      ডিপ্লোমাতে CGPA 2.91 পেলে AMIE, IEB তে ভর্তি হওয়া যাবেনা। কমপক্ষে ৩.০০ পেতে হবে।

  • Anonymous
    Anonymous July 2, 2023 at 9:09 PM

    কোচিং ফি কি মাসিক ? নাকি সেমিস্টার হিসেবে নেওয়া হয়?

    • Admin
      Admin July 3, 2023 at 10:48 AM

      IEB এর কোচিং ফি কোর্স হিসেবে। আপনি যে কয়টি সাবজেক্টে কচিং করতে চান সে কয়টির জন্য ফি দিতে হয়। ফি দেওয়ার আগে আপনি দেখে নিতে পারবেন কোন কোন সাবজেক্টের ক্লাস কয়টায়। তারপর প্রতি সাবজেক্টের জন্য ২২০০ টাকা করে ফি জমা দিতে হবে। চাইলে ১টি সাবজেক্টের বা একাধিক সাবজেক্টের ফি দিয়ে ক্লাস করতে পারবেন।

    • Anonymous
      Anonymous August 30, 2023 at 9:49 AM

      কোচিংএ ২২০০ টাকা কি প্রতি মাসে নেয়া হয় নাকি প্রতি সেমিষ্টারে একটি সাবজেক্টের জন্য ২২০০ টাকা নেয়া হয়।

  • Anonymous
    Anonymous July 15, 2023 at 12:44 AM

    BSC করে কি AMIE পরিক্ষা দিতর পারব? তারপর কি নামের আগে Engineer লিখা যাবে?

    • Admin
      Admin July 15, 2023 at 2:43 AM

      জ্বি পারবেন।

    • Anonymous
      Anonymous August 4, 2023 at 7:22 AM

      প্রাইভেট থেকে বিএসসি করে AMIE তে আবেদন করা যায় কিভাবে??

    • Admin
      Admin August 8, 2023 at 8:59 AM

      প্রাইভেট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর AMIE তে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ AMIE সম্পন্ন করলে বিএসসির সমমান হবেন, অথচ বিএসসিতো করেই ফেলেছেন। তারপরো যদি ভর্তি হতে চান তাহলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে অন্যান্য শিক্ষার্থীর ন্যায় ভর্তি আবেদন করবেন। এক্ষেত্রে যদি আপনি পূর্বে ডিপ্লোমা করে থাকেন তবে ডিপ্লোমার সার্টিফিকেট ব্যাবহার করে ভর্তি আবেদন করতে পারবেন। আবার বিএসসির টাও ব্যাবহার করতে পারবেন [যদি ডিপ্লোমা না করে থাকেন]।

  • Anonymous
    Anonymous August 4, 2023 at 7:18 AM

    IEB কোচিং এর কোর্স টা কি অফলাইন না অনলাইন?

    • Admin
      Admin August 8, 2023 at 8:52 AM

      IEB কোচিং এর কোর্স অফলাইন হয়ে থাকে।

  • Anonymous
    Anonymous August 8, 2023 at 8:29 AM

    AMIE te mot khoros khoto

  • Mafiul Alam Arnob
    Mafiul Alam Arnob August 12, 2023 at 3:36 AM

    আমি কুয়েটে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) এ বিএসসি করছি । এটি সিভিল ফ্যাকালটির আন্ডারে । এখান থেকে সরাসরি বিসিএস সিভিল ডিপার্টমেন্ট এ যাওয়া যাবে নাকি আমাকে AMIE থেকে সিভিল ডিগ্রি নিতে হবে ?

    • Admin
      Admin August 18, 2023 at 7:49 PM

      বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) থেকে পাশ করা শিক্ষার্থীদের যদি সিভিল ডিপার্টমেন্টের বিষয় কোড ব্যাবহারের অনুমোদন বা অনুমতি দেওয়া হয়ে থাকে তবে বিসিএস সিভিল ডিপার্টমেন্ট এর সকল টেকনিক্যাল পদেই আবেদন করতে পারবেন।

      BECM এর শিক্ষার্থীদের জন্য উক্ত অনুমোদন রয়েছে কিনা সঠিক বলতে পারছিনা এ বিষয়ে আপনার ডিপার্টমেন্ট এর তথ্য সহায়তা ডেক্সে কথা বলুন। আর যদি তা না হয়, তবে AMIE থেকে সিভিল ডিগ্রি নিতে হবে।

  • Anonymous
    Anonymous August 16, 2023 at 8:39 PM

    এক্সপেরিয়েন্স ছাড়া কোনো উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র কি AMIE তে বিএসসি করতে পারবে?????

    • Admin
      Admin August 18, 2023 at 7:41 PM

      না, এক্সপেরিয়েন্স এর যথাযথ সত্যায়িত সনদ লাগবে।

  • Anonymous
    Anonymous August 24, 2023 at 7:31 AM

    amie te study kora obosthay ki kono vabe kotho credit transfer kora jabe

    • Admin
      Admin September 4, 2023 at 7:00 PM

      AMIE তে কোনো ক্রেডিড সিস্টম নেই, যেকারণে ক্রেডিট ট্রান্সফারের কোনো সুযোগও নেই।

  • Anonymous
    Anonymous August 29, 2023 at 7:44 PM

    গাজীপুর কোচিং থেকে কি ভর্তি হওয়ার অনুমতি আছে,তারা বলছে এখান থেকে ভর্তি হলেই হবে ব্যাপার টা একটু বুঝাই বলবেন?

    • Admin
      Admin September 4, 2023 at 7:04 PM

      গাজীপুর বা দেশের কোনো কোচিং থেকেই ভর্তির সুযোগ নেই। তবে কচিং কর্তৃপক্ষ বা অন্য যে কেউ আপনার যাবতীয় ডকুমেন্টস প্রস্তুত করে যদি IEB তে জমা দেয় সঠিকভাবে। তাহলে ভর্তি হতে পারবেন কোনো সমস্যা হবেনা। তবে যদি পরামর্শ চান তাহলে বলবো, নিজের ডকুমেন্টস নিজে জমা দিন, ঝুঁকিমুক্ত থাকুন।

  • Anonymous
    Anonymous September 4, 2023 at 5:30 PM

    ঢাকা বা চট্টগ্রাম শাখা এ ভর্তি হতে চাইলে কখন, কোথায় কার সাথে ,কোন মাধ্যমে যোগাযোগ করতে হবে, এবং যোগাযোগ ব্যবস্থাটা একটু জানাবেন দয়া করে

    • Admin
      Admin September 13, 2023 at 8:31 PM

      IEB এর ঢাকা অথবা চট্রগ্রাম শাখায় ফেব্রুয়ারি অথবা সেপ্টেম্বর মাসে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করবেন এবং ডকুমেন্টস ও ভর্তি ফি পরিশোধ করে একই দিনে ভর্তি সম্পন্ন করতে পারবেন।

  • Anonymous
    Anonymous September 8, 2023 at 11:41 PM

    B. Sc. Technical Education from TTTC under Dhaka University passed
    how to member

    • Admin
      Admin September 9, 2023 at 7:00 PM

      IEB membership available only for IEB Accredited Programs. B. Sc. programs under TTTC not Accredited and you are not eligable for IEB membership.

  • Anonymous
    Anonymous September 9, 2023 at 3:50 AM

    স্টাডি গ্যাপ থাকলে ভর্তি হওয়া যাবে কী??
    আমি ২০২০ এ ডিপ্লোমা করে বের হইছি।

    • Admin
      Admin September 9, 2023 at 7:02 PM

      জ্বি ভর্তি হওয়া যাবে। এক্ষেত্রে স্টাডি গ্যাপ কোনো ফ্যাক্ট নয়। যেকোনো সেশনের শিক্ষার্থীরা ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

    • Anonymous
      Anonymous September 18, 2023 at 10:35 PM

      ONLINE বা মোবাইলে যোগাযোগ করার ব্যবস্থা আছে

    • Admin
      Admin September 20, 2023 at 8:58 PM

      জ্বি, IEB এর হটলাইনে (অফিসটাইমে) যোগাযোগ করতে পারবেন এবং যেকোনো বিষয়ে স্পস্ট তথ্য পেতে পারবেন।

  • Anonymous
    Anonymous September 10, 2023 at 3:25 AM

    আমি (CMT) কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করছি! আমি কোন বিষয় নিবো? CSE কি নেই? CSE তে পড়ার কোন সুযোগ আছে কি?

    • Admin
      Admin September 13, 2023 at 9:40 PM

      আপনি যে সাবজেক্টেই ডিপ্লোমা করে থাকেননা কেন, AMIE থেকে EEE, CSE বা যেকোনোটি বেছে নিতে পারবেন। বি:দ্র: ভর্তির সময় কোনো সাবজেক্ট চয়েজ দিতে হয়না। ভর্তির পর আপনি যে বিষয়/ কোর্সগুলো বেছে নেবেন তার উপর নির্ভর করবে আপনি EEE, CSE বা অন্য কোনটিতে AMIE সমপন্ন করবেন।

  • Nahid Sikder
    Nahid Sikder September 10, 2023 at 11:24 AM

    এখানে সিট সংখ্যা কি সীমাবদ্ধতা আছে?

    • Admin
      Admin September 13, 2023 at 9:41 PM

      না, কোনো সিট সিমাবদ্ধতা নেই।

    • Anonymous
      Anonymous September 21, 2023 at 4:16 AM

      Exam day ki friday ta hoy and IEB er coaching center a coaching na kora another kono coaching center a coaching korla ki hoba ? practical knowledge ki vaba hoba. thank you.

    • Admin
      Admin October 2, 2023 at 9:27 AM

      Exam Date শুক্রবার পড়বে কিনা নিশ্চতভাবে বলা সম্ভব নয়। আপনার ২য় প্রশ্ন: IEB এর বাইরে কোনো কোচিং করা যাবে কিনা.... হ্যা নিশ্চয়, আপনার ইচ্ছা হলে যেকোনো কচিংয়ে পড়তে পাড়েন আবার চাইলে কচিং না করেও পরীক্ষা দিতে পারবেন। আপনার ৩য় প্রশ্নের উত্তর: প্রাক্টিক্যাল জ্ঞান নিজ উদ্দোগে অর্জন করতে হবে। সেটা জবের মধ্য দিয়ে বা অন্য কোনো মাধ্যমে।

  • Md Arifuzzaman
    Md Arifuzzaman September 26, 2023 at 12:28 PM

    Ekhane vorti hote hole ki pasapasi onno kno job kra jabe...

    • Admin
      Admin October 2, 2023 at 9:28 AM

      জ্বি জবের পাশাপাশি AMIE করতে পারবেন।

  • Anonymous
    Anonymous September 27, 2023 at 7:14 AM

    ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি শেষ করার পরে কি ,,,AMIE তে CSE নিয়ে পড়ার সুযোগ আছে । আমি দেখছিলাম যে,,AMIE তে ৪টা ডিপার্টমেন্ট আছে, ১)ইলেকট্রিক্যাল, ২)সিভিল, ৩)মেকানিক্যাল, ৪) কেমিক্যাল ।

    • Admin
      Admin October 2, 2023 at 9:29 AM

      জ্বি, ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি শেষ করার পরে AMIE তে CSE নিয়ে পড়ার সুযোগ আছে।

  • Anonymous
    Anonymous October 6, 2023 at 3:15 AM

    ডিপ্লোমা করার পর cse পড়ার সুযোগ আছে???

    • Admin
      Admin October 9, 2023 at 4:29 AM

      জ্বি, ডিপ্লোমা পাশ করার পর CSE পড়ার সুযোগ রয়েছে।

  • Anonymous
    Anonymous October 7, 2023 at 11:48 PM

    AMIE- কোচিং কোনটা ভালো, নাম কি,লোকেশন? & কিভাবে অনলাইন নাকি অফলাইনে?

    • Admin
      Admin October 9, 2023 at 4:34 AM

      গাজীপুর ডুয়েটগেট সংলগ্ন বেশ কয়েকটি কোচিং রয়েছে, তাছাড়া ফার্মগেট এলাকা সহ সারাদেশে বেশ কিছু কোচিং সেন্টার রয়েছে, যারা সরাসরি এবং অনলাইনে ব্যাচ পড়িয়ে থাকে।

      AMIE রেলাটেড বেশ কিছু ফেজবুক গ্রুপ রয়েছে সেখানে অভিজ্ঞদের / সিনিয়রদের পরামর্শে ঠিক করতে পারেন আপনার নিকটস্থ ভাল কোচিং কোনটি। সঙ্গত কারণে আমরা কোনো কোচিং সেন্টারের নাম উল্লেখ করছিনা।

  • Anonymous
    Anonymous October 9, 2023 at 8:29 AM

    Computer course koto maser ? R job kora obosthay kivabe korbe??

    • Admin
      Admin October 16, 2023 at 8:46 PM

      দুঃখিত, কম্পিউটার কোর্সের বিষয়ে তথ্য দিতে পারছিনা। AMIE নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন।

  • Anonymous
    Anonymous November 1, 2023 at 1:10 PM

    আস্সালামু আলাইকুম ভাইয়া। আমি বর্তমানে ডিপ্লোমা ৮ম সেমিস্টারে পড়াশুনা করছি।

    আপনার পরামর্শ জানতে চাচ্ছি যে,

    ★আমার কী বিএসসি, EEE ডিপার্টমেন্ট এ, প্রাইভেট ইউনিভার্সিটিতে (IEB দ্বারা স্বীকৃিত) করা ঠিক হবে? নাকি AMIE তে করা ঠিক হবে? পরামর্শ চাওয়ার কারণ আপনি বললেন প্রাকটিক্যাল এর ব্যবস্থা AMIE তে নাই। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি তে আবার প্রাকটিক্যাল করার ব্যবস্থা আছে। ত আমি বুঝতেছি না কোনটি ভালো হবে?

  • Anonymous
    Anonymous November 6, 2023 at 10:53 PM

    আমি যেকোন ইউনিভার্সিটি থেকে BSC করে IEB এর জন্য আপনার এই খানে exam দিয়ে ইন্জিনিয়ার লিখতে পারবো৷ আর সময় কেমন লাগবে ভিন্ন কোনো ইউনিভার্সিটি থেকে BSC করে IEB সনদ এর জন্য exam দিতে।

  • Anonymous
    Anonymous November 30, 2023 at 7:56 AM

    আমি সার্ভেয়িং থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। আমি সিভিল থেকে বি এস সি করতে পারব কি না?? দয়া করে জানাবেন। ধন্যবাদ

Add Comment
comment url