AMIE থেকে BSC Engineer এবং বিভিন্ন University থেকে BSC Engineer হওয়ার মধ্য কি কোনো পার্থক্য আছে?

AMIE থেকে BSC Engineer এবং বিভিন্ন University থেকে BSC Engineer  হওয়ার মধ্য বেশ কিছু পার্থক্য রয়েছে। নিচে সেগুলো তুলে ধরা হলো:
★শাহজালাল বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এর IEB অনুমদন না থাকায় BSC Engineering করার পরেও নামের পূর্বে Engineer পদবি বসাতে পারেনা। অথচ AMIE থেকে BSC করলে নামের পূর্বে Engineer পদবি বসাতে পারে।
★সকল University এর সকল Department এ Credit system রয়েছে কিন্তু AMIE এর কোনো Credit system নেই।
★কোথায় পড়েন?" প্রশ্নের উত্তরে সবাই ভার্সিটির নাম বলে। আর আমরা বলি AMIE তে পরি। এখানে উল্লেখ্য যে, AMIE বা IEB কোনো ভার্সিটি নয়, AMIE একটি পরীক্ষার নাম আর IEB একটি সংস্থার নাম।
★কেউ পাবলিক এ পড়ে আবার কেউ প্রাইভেট এ পড়ে। আপনি কিসে পড়েন? এই প্রশ্নের উত্তর হলো: যদি IEB এর অধিনে AMIE করেন তবে উত্তর হবে, "পাবলিকে পড়ি" । আর যদি কোনো প্রাইভেট ভার্সিটির আন্ডারে AMIE করেন তবে উত্তর হবে প্রাইভেট এ পড়ি।

বি.দ্র. AMIE থেকে প্রাপ্ত Certificate এবং University থেকে প্রাপ্ত Certificate এর মান সমান।

Next Post


Next Post Previous Post
1 Comments
  • Jamal
    Jamal February 3, 2024 at 5:43 PM

    অনেক তথ্য জানতে পারলাম ৷ ❤️ধন্যবাদ আমাদেরকে এ রকম তথ্য শেয়ার করার জন্য।

Add Comment
comment url