AMIE থেকে BCS Cadre বা BSC পোস্টে Apply করা যাবে কি?

AMIE থেকে BCS Cadre:
★এটা একটা কমন প্রশ্ন, AMIE থেকে BCS দেয়া যাবে কিনা? উত্তরটাও কমন: হ্যা যাবে।
★ টেকনিক্যাল/ প্রফেশনাল ক্যাডার পোষ্টে পরীক্ষা দেয়া যাবে। যেমন: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়লে  ইলেকট্রিক্যাল Department এর পোস্টগুলোতে Apply করতে পারবেন। 
★সাধারণ ক্যাডার অর্থাৎ প্রশাসন, পুলিশ, আনসার, পররাষ্ট্রসহ সাধারণ ক্যাডারের সবগুলোতেই Apply করতে পারবেন।
★BCS এ অংশগ্রহণ করতে হলে AMIE এর AওB section পাশ করতে হবে।
★উদাহরণস্বরূপ 41th BCS Circular টা দেখুন 

PGCB/ NESCO/ DESCO/ PDB...... এইসবে কি BSC পোষ্টে Apply করা যাবে?
★ PGCB/ NESCO/ DESCO/ PDB সহ সরকারী/ আধা-সরকারি/ শ্বায়িত্বস্বাশিত  সকল চাকরীতে BSC engineer post এ Apply  করা যাবে।
★বেসরকারী সকল প্রতিষ্ঠানেও AMIE স্টুডেন্টদের BSC পদে নিয়োগ দিতে বাধ্য থাকবে।


Next Post


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url