প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স - Prime Islami Life Insurance

Prime Islami Life Insurance

প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স - Prime Islami Life Insurance
হেড অফিস: গাউস পাক ভবন (১৩তম তলা)
28/G/1 টয়েনবি সার্কুলার রোড
মতিঝিল সি/এ, ঢাকা-1000

টেলিফোন: 41070180 - 83
ইমেইল: [email protected]
অফিস টাইম: সকাল 10:00AM - 6:00PM (রবি - বৃহস্পতি)

প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স ২০০১ সালের জুন মাসে ব্যাবসা শুরু করে এবং ২০০২ সালের ২২ এপ্রিল ইসলামী কম্পানীতে রূপান্তরিত হয়। ইন্সুরেন্সটির অনুমোদিত মূলধন ৫০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ৩০৫.২০ মিলিয়ন টাকা।

কম্পানীটিতে বর্তমানে বিভিন্ন ধরণের ইন্সুরেন্স পলিসি চালু রয়েছে। নিচে গুরুত্বপূর্ণ এবং অধিক জনপ্রিয় ইন্সুরেন্স পলিসিগুলোর তথ্য তুলে ধরা হয়েছে।

পেনশন ও চিকিৎসা বীমা

  • কর্মময় অধ্যায় শেষে আর্থিক নির্ভরতার একটি অসাধারণ পরিকল্প।
  • ২০ বছর থেকে ৫০ বছর বয়স পর্যন্ত সুস্থ স্বাভাবিক ঝুকিবিহীন পেশায় নিয়োজিত ব্যক্তি পলিসি গ্রহণ করতে পারবেন।
  • অবসর গ্রহণের বয়স হবে ৫০ থেকে ৬০ বছরের মধ্যে । আজীবন পেনশন এবং চিকিৎসা ভাতা পাবেন ।
  • পেনশন গ্রহণ শুরুর পর মৃত্যু হলেও নমিনী ১০ বছরের পেনশন এবং চিকিৎসা ভাতা পাবেন।
  • পেনশন শুরুর পূর্বে মৃত্যু হলে নমিনী পাবেন এককালীন বার্ষিক পেনশনের ১০ গুণ।

দম্পতি বীমা (দেনমোহর বীমা)

  • দেন মোহর আদায় এবং সঞ্চয়ের এক অনবদ্য পরিকল্প। স্বামী এবং স্ত্রী উভয়ের জীবনের জন্য অসাধারণ একটি পরিকল্প।
  • ২১ থেকে ৫০ বছর পর্যন্ত যে কোন সুস্থ পুরুষ এবং ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত যে কোন সুস্থ নারী এই বীমা গ্রহণ করতে পারবেন।
  • বীমার মেয়াদ হবে ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২২ ও ২৪ বছর। 
  • স্বামী স্ত্রী উভয়ই জীবিত থাকা সাপেক্ষে স্ত্রী পাবেন মূল বীমা অংক অর্জিত লাভ সহ ।
  • মেয়াদের মধ্যে স্বামীর মৃত্যুতে স্ত্রী পাবেন মূল বীমা অংক। মেয়াদের মধ্যে স্ত্রীর মৃত্যুতে স্ত্রীর নমিনী পাবেন অর্জিত লাভ সহ মূল বীমা অংক । 
  • মেয়াদের মধ্যে স্বামীর মৃত্যু হলেও স্ত্রী নিয়মিত প্রিমিয়াম জমা করলে মেয়াদ শেষে আবার ও অর্জিত লাভ সহ বীমা অংক প্রদান করা হয় ।

হজ বীমা (তাকাফুল)

  • পবিত্র হজ এবং ওমরা আদায়কারীদের জন্য সুযোগ্য পরিকল্প।
  • ১৮ বছর থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত সুস্থ স্বাভাবিক ব্যক্তি পলিসি গ্রহণ করতে পারবেন।
  • বীমার মেয়াদ ১০, ১৫ ও ২০ বছর।
  • বীমার মেয়াদের মধ্যে মৃত্যুতে নমিনী অর্জিত বোনাস সহ মূল বীমা অংক পাবেন।
  • মেয়াদ পূর্তিতে অর্জিত বোনাসসহ মূল বীমা অংক প্রাপ্তি । সহযোগী বীমা সুবিধা নেওয়া যাবে ।

তিন কিস্তি বীমা পরিকল্প

  • আর্থিক নিরাপত্তা ও সঞ্চয়ের এক অসাধারণ পরিকল্প।
  • ১৮ বছর থেকে ৫৩ বছর বয়স পর্যন্ত সুস্থ স্বাভাবিক ব্যক্তি পলিসি গ্রহণ করতে পারবেন।
  • বীমার মেয়াদ হবে ১২, ১৫, ১৮ ও ২১ বছর। 
  • বীমা অংকের ৫০% মেয়াদপূর্তির পূর্বেই নির্দিষ্ট সময় অন্তর সমান দুই কিস্তিতে প্রদান করা হয়।
  • জীবিত অবস্থায় কিস্তি গ্রহণ করা সত্ত্বেও বীমার মেয়াদের মধ্যে মৃত্যুতে নমিনী অর্জিত বোনাস সহ সম্পূর্ন বীমা অংক পাবেন।
  • মেয়াদ পূর্তি হলে অর্জিত বোনাস সহ বীমা অংকের ৫০% বীমাকারীকে প্রদান করা হয় ।
  • সহযোগী বীমা সুবিধা গ্রহণ করা যাবে।

প্রাইম ইসলামী ডিপোজিট পেনশন স্কীম

  • সঞ্চয় ও আর্থিক নিরাপত্তার সমন্বয়ে গঠিত একটি আদর্শ পরিকল্প ।
  • ১৮ বছর থেকে ৫০ বছর বয়স পর্যন্ত সুস্থ স্বাভাবিক ব্যক্তি পলিসি গ্রহণ করতে পারবেন।
  • বীমার মেয়াদ হবে ১০ থেকে ১৫ বছর পর্যন্ত ।
  • স্বাভাবিক মৃত্যুতে নমিনী অর্জিত বোনাস সহ মূল বীমা অংক পাবে।
  • দূৰ্ঘটনাজনিত মৃত্যুতে নমিনী পাবে অর্জিত বোনাস সহ বীমা অংকের দ্বিগুণ টাকা ।
  • মেয়াদপূর্তিতে অর্জিত বোনাস সহ মূল বীমা অংক প্রাপ্তি ।

পাঁচ কিস্তি বীমা

  • জরুরী প্রয়োজনে আর্থিক নিরাপত্তার ও সঞ্চয়ের সমন্বয়ে গঠিত একটি যুগোপযোগী অসাধারণ পরিকল্প।
  • ১৮ বছর থেকে ৫০ বছর বয়স পর্যন্ত সুস্থ স্বাভাবিক ব্যক্তি পলিসি গ্রহণ করতে পারবেন।
  • বীমার মেয়াদ হবে ১৫, ২০, ও ২৫ বছর।
  • বীমা অংকের ৭০% টাকা মেয়াদপূর্তির পূর্বেই নির্দিষ্ট সময় অন্তর নির্ধারিত হারে চার কিস্তিতে প্রদান করা হয়।
  • জীবিত অবস্থায় কিস্তির টাকা গ্রহণ করা সত্ত্বেও বীমার মেয়াদের মধ্যে মৃত্যুতে নমিনী অর্জিত বোনাস সহ সম্পূর্ণ বীমা অংক পাবেন ।
  • মেয়াদ পূর্তিতে অর্জিত বোনাস সহ বীমা অংকের ৩০% প্রদান করা হয় ।
  • সহযোগী বীমা সুবিধা গ্রহণ করা যাবে।

শিশু নিরাপত্তা বীমা

  • শিশু বৃত্তি ও সঞ্চয়ের এক অসাধারণ পরিকল্প ।
  • শিশুর বয়স ৬ মাস থেকে ১৫ বছর এবং প্রিমিয়াম দাতা (অভিভাবক) সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত এই বীমা গ্রহণ করা যাবে ।
  • বীমার মেয়াদ হবে ১০ থেকে ২৫ বছর।
  • মেয়াদ শেষে শিশু ও বীমা গ্রাহক উভয়ই জীবিত থাকা সাপেক্ষে অর্জিত বোনাস সহ মূল বীমা অংক প্রদান করা হয়ে থাকে । 
  • মেয়াদের মধ্যে প্রিমিয়াম দাতার মৃত্যুতে মেয়াদপূর্তির সময় পর্যন্ত শিশুকে (জীবিত থাকা সাপেক্ষে) প্রতি মাসে বীমা অংকের ১% টাকা বৃত্তি এবং মেয়াদপূর্তিতে নমিনীকে অর্জিত বোনাস সহ মূল বীমা অংক প্রদান করা হবে ।
  • মেয়াদের মধ্যে শিশুর মৃত্যুতে (নির্ধারিত সিডিউল অনুসারে) মূল বীমা অংকের ২৫% থেকে ১০০% পর্যন্ত প্রদান করা হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url