IEB - AMIE (BD) Syllabus (Section A & Section B)

 AMIE এর দুইটি সিলেবাস রয়েছে। 

  1. New Sylebuss: যে সকল স্টুডেন্ট ২০১৫ সালের পরে ভর্তি হয়েছেন বা নতুন ভর্তি হবেন তাদের জন্য New Syllabus অনুযায়ি পরীক্ষা নেয়া হবে।
  2. Old Syllabus: ২০১৫ এর পূর্বে যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছেন তাদের জন্য Old Syllabus অনুসারে পরীক্ষা নেয়া হবে।
নিচে সিলেবাস দুটির Download Link দেয়া হলো:

IEB - AMIE (BD) New Syllabus
Section: A & B Both section
Department: All
Download Link: Click Here to Download
File size: 3.68 MB (pdf)


IEB - AMIE (BD) Old Syllabus
Section: A & B Both section
Department: All
Download Link: Click Here to Download
File size: 13.27 MB (pdf)

The above pdf files contain for:
  1. AMIE syllabus for Electrical and Electronics Engineering (EEE)
  2. AMIE syllabus for Mechanical engineering (ME)
  3. AMIE syllabus for Chemical Engineering (ChE)
  4. AMIE syllabus for Civil engineering (CE)
যে কেউ চাইলে IEB -AMIE শাখা থেকে সিলেবাস এর কপি সংগ্রহ করতে পারবেন। উপরোক্ত সিলেবাসটিতে শুধুমাত্র প্রতিটি সাব্জেক্ট এর কোন কোন টপিক বা কোর্স সম্পন্ন করতে হবে তা পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। তবে কোন সাব্জেক্টের জন্য কোন লেখকের বা প্রকাশনীর বই কিনবেন সে বিষয়ে কোনো ধারণা দেয়া নেই। এজন্য আমাদের সাজেশন ফলো করতে পারেন অথবা অভিজ্ঞ কারো থেকে ধারণা নিতে পারেন।

অনেক কচিং সেন্টার আছে যারা নিজের মতো করে গুছিয়ে সর্ট সিলেবাস তৈরি করে থাকেন নিজেদের স্টুডেন্টদের জন্য। এমন কোনো সিলেবাস + সাজেশন্স কালেক্ট করতে পারেন।

মূলত যারা চাকরির পাশাপাশি AMIE করেন তাদের পক্ষে সিলেবাস কম্প্লিট করা মোটেও সম্ভব নয়। এক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলি বুঝে সমাধান/ আয়ত্ব করতে পারলে পাশ করা তেমন কোনো কঠিন বিষয় নয়।



Next Post


Next Post Previous Post
4 Comments
  • Anonymous
    Anonymous November 11, 2023 at 9:32 PM

    Apply process ta ki bolben? Admission neyar jonne apply kivabe korbo r kon varsity te contact korte hobe?

    • Admin
      Admin January 16, 2024 at 12:28 AM

      সরাসরি IEB এর যেকোনো শাখায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন। সেখানে ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও সহায়তা করবেন।

  • Anonymous
    Anonymous January 5, 2024 at 10:10 AM

    section-A এবং section-B মিলিয়ে CGPA-3.80 বলতে কি বুঝায়?
    section-A CGPA-2.5 section-B CGPA -1.3 --- CGPA(2.5+1.3=3.8)

    • Admin
      Admin January 16, 2024 at 12:32 AM

      আপনি কি গোল্ড মেডেল প্রাপ্তির জন্য ৩.৮০ পয়েন্ট পাবার বিষয়ে জিঙ্গেস করেছেন? যদি তাই হয় তাহলে এক্ষেত্রে section-A এবং section-B সফলভাবে পাশ করার পর যে চূড়ান্ত CGPA রেসাল্ট আসবে সেটাকে বোঝানো হয়। দুই সেকশনের CGPA যোগফল নয়।

Add Comment
comment url