AMIE তে পড়তে মোট কত খরচ লাগবে
ভর্তির সময় লাগবে: (প্রথমবার)
★ভর্তি ফি- ৭,৫০০/-
★বার্ষিক চাঁদা- ১,০০০/-
★বার্ষিক ছাত্রকল্যাণ তহবিল ফি-৫০/-
সর্বোমোট ৮৫৫০/- (আট হাজার পাঁচশত পঞ্চাশ টাকা)
মার্কেন্টাইল ব্যাংক এর আইইবি শাখা বা মার্কেন্টাইল ব্যাংক এর যে কোন শাখায় আইইবি'র পে-স্লিপ ( Pay Slip) এর মাধ্যমে টাকা জমা দিয়ে আইইবি'র যে কোন কেন্দ্র ভর্তি হওয়া যাবে।
পরীক্ষার ফি:
★ প্রতি subject এর জন্য= ১২০০ টাকা
section-A তে subject ১১টি এবং section-B তে subject ১১টি। তাহলে মোট ফি (১২০০*২২)=২৭,৪০০ টাকা
অন্যান্য ফি:
★ বার্ষিক চাদা= ১,০০০ টাকা।
প্রতি semester এ আপনি সর্বোচ্চ চারটি subject a পরীক্ষা দিতে পারবেন (বছরে ২ semester)। অর্থাৎ আপনার সর্বোনিম্ন সময় লাগবে ৩.৫ বছর। তাহলে মোট বার্ষিক চাদা দিতে হবে= ৩,০০০ টাকা। ( ১ম বছরের চাদা ভর্তির সময় নিয়ে নিয়েছে)
★ বার্ষিক ছাত্রকল্যাণ তহবিল ফি-৫০। ভর্তি পরবর্তী ৩ বছরের ফি= ১৫০ টাকা
★ প্রতি semester এ গ্রেটশিট ফি= ৫০০ টাকা। তাহলে ৭ semester এর মোট ফি= ৩,৫০০ টাকা।
★ID card ফি= ১০০ টাকা (প্রথমবার)
অতিরিক্ত ফি:
★ ফ্রমফিলাপের সময় লেট করলে জরিমানা (লেট ফি)= ১০০০ টাকা।
★যদি আপনি প্রতি semester এ কম কোরে subject নেন তবে আপনার সময় বেশি লাগবে। এতে semester ফি বার্ষিক চাদার পরিমাণ বাড়বে।
★অতএব ৩.৫ বছরের মধ্যে complete করতে পারলে মোট খরচ পরবে = (৮,৫৫০+২৭,৪০০+৩,০০০+১৫০+৩,৫০০+১০০)= ২২,৭০০ টাকা। বই, খাতা, কচিং ফি(যদি আপনি করেন) আপনার উপর নির্ভর করবে।