সোনালী লাইফ ইন্সুরেন্স পলিসি ডিটেলস - Sonali Life Insurance Policy Details

Sonali Life Insurance

সোনালী লাইফ ইন্সুরেন্স -  Sonali Life Insurance

ঠিকানা: ৬৮/বি ডিআইটি রোড,
মালিবাগ চৌধুরী পাড়া,
ঢাকা-১২১৯।
ইমেইল: [email protected]
মোবাইল: +8801976625488, +8801976625499

2013 সালে সোনালি লাইফ ইন্সুরেন্স যাত্রা শুরু করে ২৮৫ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে। প্রতিষ্ঠার ৩ মাসের মধ্যে সোনালি লাইফ ইন্সুরেন্স সারাদেশে প্রায় ৮৬টি শাখা খুলেছিল, যা বর্তমানে দ্বিগুণ ছাড়িয়েছে। এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় মূলত রূপালি ইন্সুরেন্সের হাত ধরে। প্রায় ৩০ বছর পর রুপালি লাইফ ইন্সুরেন্স এর বোর্ড মেম্বারগণ বাংলাদেশি মানুষের আশা, ভবিষ্যৎ ও স্বপ্ন পূরণের  উদ্দ্যেশ্যে সেনালী লাইফ ইন্সুরেন্স প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মূলত রূপালি িন্সুরেন্সের হাত ধরে যাত্রা শুরু হওয়ায় খুব সহজেই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে এবং বর্তমানে সফল ইন্সেরেন্স কোম্পানি হিসেবে বহাল রয়েছে।

এই নিবন্ধে সোনালী লাইফ ইন্সুরেন্স পলিসি ডিটেলস এর খুটিনাটি সকল তথ্য তুলে ধরা হয়েছে। াপনি যদি সোনালি লাইফ ইন্সুরেন্সে পলিসি করার কথা চিন্তা করে থাকেন তাহলে মনোযোগ সহকারে পড়ুন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন।

Sonali Life Insurance Policy List

  • Child Scheme - শিশু পরিকল্পনা
    • Child Protection Assurance Plan with Profits
    • Education Expense Assurance Plan with Profits
    • Education Protection Plan Plus
  • DPS
    • Monthly Savings Plan
    • Monthly Savings Assurance Plan With Profit
  • Guaranteed Bonus
    • Millionaire Scheme
    • Kotipati Scheme
    • (Profit Granted) Money Back Term
    • (Without Profits) Single Premium Insurance Plan
  • Micro Scheme
    • Monthly Savings (With Profit)
  • Online Term
    • Online Endowment Plan
  • Pension
    • PF Retirement Benefit Plan
    • Provident Fund
  • Pension Scheme
    • (Without Profits) Assurance Cum Pension Plan
  • Ritual Scheme
    • Denmohar Bima With Profits
    • Hajj Bima With Profits
  • Savings & Profits
    • Ordinary Insurance Plan (Without Profits)
    • Endowment Assurance Plan (With Profits)
    • Quick Savings Insurance Plan
    • Ordinary Endowment Insurance (With Profits)
    • Family Security Plan
    • Sonali Lifetime Protection Plan
  • Survival Benefits
    • Anticipated Endowment Assurance Plan (With Profits)
    • Anticipated Endowment Assurance Plan (With Profits)

সোনালী লাইফ ইন্সুরেন্স পলিসি ডিটেলস - Sonali Life Insurance Policy Details

Child Scheme - শিশু পরিকল্পনা

সকল পিতা-মাতা চান নিজেদের সন্তানকে ভাল পরিবেশে রাখতে এবং উচ্চ শিক্ষিত করে তুলতে। কিন্তু নানা কারণে পিতা-মাতার এই স্বপ্ন পূরণ হতে বাধাগ্রস্থ হয়। তাই সন্তানের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে সোনালি ব্যাংকের Child Scheme এ ০৩ ধরণের পলিসি করার সুযোগ রয়েছে। যথা:

Child Protection Assurance Plan (শিশু সুরক্ষা নিশ্চিতকরণ পরিকল্পনা)

  • পলিসির মেয়াদ: 10, 11, 12, 13, 14 এবং 15 বছর।

Education Expense Assurance Plan (শিক্ষা ব্যয় নিশ্চিতকরণ পরিকল্পনা)

  • পলিসির মেয়াদ: 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এবং 15 বছর।

Education Protection Plan Plus (শিক্ষা সুরক্ষা পরিকল্পনা প্লাস)

  • পলিসির মেয়াদ: 10, 11, 12, 13, 14 এবং 15 বছর।

পলিসির বৈশিষ্ট্যসমূহ:

  • পিতা-মাতা উভয়ে যৌথভাবে বীমা করতে পারবেন।
  • একজনের মৃত্যু হলে অন্যজন বীমা সুবিধা পাবেন।
  • পলিসি শুরু করার সময় পিতার বয়স ১৮-৫৫ বছরের মধ্যে হতে হবে।
  • মাতার বয়স ১৮-৫২ এর মধ্যে থাকতে হবে।
  • শিশুর বয়স ৩ মাস থেকে ১৫ বছরের মধ্যে থাকতে হবে।

DPS

Monthly Savings Plan - মাসিক সঞ্চয় পরিকল্পনা

  • পলিসির মেয়াদ সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ১০ বছর।
  • পলিসি করতে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
  • পরিপক্কতার বয়স ধরা হবে ৬৫ বছর।
  • মাসিক কিস্তিতে পেমেন্ট প্রদান করতে হবে।
  • বীমার সর্বোনিম্ন পরিমাণ ৬০,০০০ টাকা
  • বীমার সর্বোচ্চ পরিমাণ ১০০,০০,০০০ টাকা।
  • বিমাকৃত অর্থ = বার্ষিক প্রিমিয়াম X পলিসি মেয়াদ।

সোনালি লাইফ ইন্সুরেন্সের অধীনে বর্মানে মোট ২৪টি পলিসি রয়েছে। আপনার চাহিদা বা প্রয়োজন অনুসারে যে কোনো একটি পলিসি বেছে নিতে পারবেন। সোনালি লাইফ ইন্সুরেন্স সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সরাসরি আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করতে পারবেন। প্রয়োজনে কল করুন উপরে থাকা ফোন নাম্বারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url